মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিলসহ কামাল নামের একজনকে আটক করেছে ডিবি পুলিশ।
গত সোমবার রাতে আনন্দবাস গ্রামের ফরিদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কামাল ওরফে অটো আনন্দবাস গ্রামের মৃত সলি বিশ্বাসের ছেলে।
মেহেরপুর ডিবি পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে অভিযান চালিয়ে কামাল নামের একজনকে আটক করা হয় । এসময় তার কাছে থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যপারে মুজিবনগর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
-মুজিবনগর অফিস