স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে এক অনন্য অর্জন বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে দেশব্যাপী উদযাপন উপলক্ষে মুজিবনগরে ২দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশর স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ শীর্ষক ২ দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী দিনে রুপকল্প ২০৪১ উন্নয়ন ও সমৃদ্ধ বাংলদেশ শীর্ষক সেমিনার, উন্নয়ন বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তিতা, স্থানীয় বিভিন্ন উন্নয়ন বিষয়ক চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং উন্নয়ন মেলায় অংশ গ্রহনকারী উপজেলার বিভিন্ন দফতরের বিজয়ী ষ্টল এবং বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা।
সাথে ২ দিন ব্যাপী বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ শীর্ষক উন্নয়ন মেলার সমাপনী ঘোষণা করা হয়।
এর আগে মেলা চত্তরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আনিছুজ্জামান খান, সমাজসেবা অফিসার আব্দুর রবসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।