মেহেরপুরের মুজিবনগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল সহ সিরাজুল (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় মুজিবনগর থানাধীন মানিকনগর গ্রামের জনৈক জলিলের বাড়ির সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সিরাজুলকে আটক করে পুলিশ।
এ সময় তার স্বীকারোক্তিতে তার নিজের কাছে বহনকৃত একটি বস্তার মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
আটক মাদক ব্যবসায়ী সিরাজুল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের ছলেমানের ছেলে।
মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের উপর ভিত্তি করে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেলের নির্দেশে ও নেতৃত্বে এস আই উত্তম কুমার, এস আই সাহেব আলী, এস আই বিপ্লব সহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
ওসি মেহেদি রাসেল জানান মাদকবিরোধী অভিযানে শুক্রবার সকাল সাড়ে ১১ দিকে অভিযান চালিয়ে সিরাজুল নামের এক মাদক ব্যবসায়ীকে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।