মুজিবনগরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপি’র আয়োজনে, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক ও মুজিবনগর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮ টার সময় উপজেলা বিএনপি’র কার্যলয় প্রাঙ্গন থেকে একটি জমকালো র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি’র কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। র্যালীতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, ছাত্রদল অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপি’র ১ নং যুগ্ম আহবায়ক ও মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম, এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোনাখালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রায়হান কবির, বাগোয়ান ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, মহাজনপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক কালু, জেলা যুব দলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান ভিকু, মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম সালাউদ্দীন, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক লিংকন, বিএনপি নেতা জহিরুল ইসলাম সাজু, বিপ্লব, নুরুদ্দীন সাদি,হাপিজুল ইসলাম, ওমর ফারুকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পরে বিএনপি’র উপজেলা শাখা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।