রবিবার ৬ ই ডিসেম্বর মুজিবনগর মুক্ত দিবস ১৯৭১ সালে এই দিনে মেহেরপুর মুজিবনগর পাক হানাদার মুক্ত হয়।এই দিনটি কে স্বরণ করতে মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট র্র্যালী, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।
এ উপলক্ষে ৬ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ৮টার দিকে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বজারস্হ মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্স ভবনেরর সামনে থেকে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে একটি র্র্যালী বের করা হয়।
র্র্যালীটি কেদারগঞ্জ মোড় প্রদক্ষিণ শেষে স্মৃতি কমপ্লেক্সের সামনে এসে তা শেষ হয় এবং সেখানে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পরে মুজিবনগর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল বিশ্বাসের সভাপতিত্বে স্মৃতি কমপ্লেক্স ভবনের ভেতর আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার প্রতিনিধি এস আই আরিফ।
বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খাঁন, লুৎফর রহমান সহ উপজেলার মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।