মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে মুদ্রণ শিল্পের আধুনিকতার ছোঁয়া নিয়ে “মুজিবনগর ক্যানভাস” নামক ডিজিটাল প্রিন্টিং প্রেস ও অনলাইন সেবা’র শুভ উদ্বোধন হয়েছে।
গতকাল রবিবার বিকাল ৪ টায় কেদারগঞ্জ ছোঁয়া টাওয়ারে অবস্থিত সোনালী ব্যাংকের নিচ তলায় মুজিবনগর ক্যানভাস’র অফিস কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ইনছান আলী, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ মামুনুর রশিদ, মোঃ আব্দুর রশিদ, মোঃ ফকির আহম্মেদ।
প্রধান অতিথি কামরুল হাসান চাঁদু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গড়তে যুবকদের চাকুরীর পিছনে না ছুটে অবশ্যই উদ্যোক্তা হওয়া প্রয়োজন। মুজিবনগরে প্রথমবারের মতো আধুনিক প্রিন্টিং প্রেস স্থাপনের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।
মুজিবনগর ক্যানভাস’র সহ-সত্ত্বাধিকারী শহিদুল ইসলাম আন্টু বলেন, স্বাধীনতার সূতিকাগার মুজিবনগর আমাদের গর্বের স্থান। তাই এই পবিত্র ভূমির সন্তান হিসেবে মুজিবনগরকে আরও একধাপ এগিয়ে নিতে স্থানীয় শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের প্রয়োজনীয় মুদ্রণকাজ ও অনলাইন সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ। এখানে ডিজিটাল ব্যানার, স্টিকার, টি-শার্ট, জার্সি, ক্যাপ, মগ, প্লেট, টাইলস, ছবি প্রিন্ট; স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয়ের ভর্তি আবেদনসহ সকল ধরণের অনলাইন সেবা প্রদান করা হবে।
বক্তব্য শেষে মাওলানা মোঃ তরিকুল ইসলামের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুজিবনগর ক্যানভাস’র সহ-সত্ত্বাধিকারী হাসানুজ্জামান সোহাগ, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, কম্পিউটার অপারেটর নাসিমুল জুনায়েদ, লিটন আহমেদ, আব্দুল খালেক, রাজু আহমেদ, সামসুল হক, সালাউদ্দীন আহমেদ, আসিফ ইকবাল শুভ, রাকিব হাসান, শিমুল বিন শাহরিয়ারসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।
দোয়া শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং অতিথিবৃন্দ ফিতা কেটে “মুজিবনগর ক্যানভাস” এর শুভ উদ্বোধন করেন।