মুজিবনগরের ভারতীয় সীমান্ত থেকে শরিফুল ইসলাম (২৮) নামের এক বাংলাদেশীকে আটক করেছে বিজিবি’র মুজিবনগর বিওপি ক্যাম্প।
আটক শরিফুল ইসলাম মুজিবনগর উপজেলার মাঝপাড়া এলাকার সাহাবুদ্দীনের ছেলে।
মাঝপাড়া ও ভারতের হৃদয়পুর সীমান্ত পিলার ১০৫/৩ এ এর নিকট থেকে তাকে আজ সোমবার দুপুরের দিকে আটক করা হয়।
৬ বিজিবির মুজিবনগর বিওপি কোম্পানী কমান্ডার সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল তাকে আটক করেন।
মুজিবনগর বিওপি কোম্পানী কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, সীমান্তের নোম্যানসল্যান্ডের কাছে শরিফুল ইসলামকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলো। পরে বিজিবির টহল দলের সামনে পড়লে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৪০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
এঘটনায় মুজিবনগর থানায় মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।