ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে, গাংনী উপজেলা পরিষদ চত্বরে এবং মুজিবনগর আম্রকানে একই সঙ্গে ক্ষণগণনার উদ্বোধন করা হয়।আগামি ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ভোরে ক্ষণগণনা শেষ হবে।
উল্লেখ্য, বিশেষায়িত ভাবে তৈরি করা ক্ষণগণনা যন্ত্র গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মেহেরপুরের মুজিবনগর আম্রকানের শেখ হাসিনা মঞ্চের পাশে স্থাপন করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসক মো: আতাউল গনি, জেলা ও দায়রা জজ মো: আব্দুস সালাম, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ক্ষণগণনা উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন।
মেপ্র/এমইএম