মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আতাউল গনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২আসনের সাংসদ সাহিদুজ্জামান খোকন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলী, মেহেরপুর-২ আসনের সাবেক সাংসদ মগবুল হোসেন,
জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আতাউল হাকিম লাল মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,
সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, গাংনী নির্বাহী অফিসার দিলারা খাতুন, মুজিবনগর নির্বাহী অফিসার উসমান গনি, জেলা পরিষদ সদস্য শামীম আরা হীরা, সহ সহকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগন।
-নিজস্ব প্রতিনিধি