মুজিববর্ষ উপলক্ষে মেহেরপুর পৌরসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মুজিববর্ষ উপলক্ষে কি কি কর্মসুচি গ্রহন করা হবে তারই আলোকে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
সভাপতির বক্তব্যে মেয়র বলেন, মুজিববর্ষে মেহেরপুর পৌর সভার প্রতিটি জনগনের জন্য সুশান্তি নিশ্চিত করা হবে।
বুধবার সকালে পৌরসভা এলাকাকে পরিষ্কার পরিছন্ন করার মাধ্যমে মুজিববর্ষের প্রথম কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে মুজিববর্ষে দৃষ্টান্তমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
অন্যদের মধ্যে বক্তব্য দেন পেনেল মেয়র শাহিনুর রহমান রিটন, সচিব তৌফিকুর রহমান, মেহেরপুর পৌরসভার প্রধান প্রকৌশলী হারুন-অর রশিদ,
২নং ওয়ার্ডের কাউন্সিলর আল-মামুন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর জাফর ইকবাল, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ইভান, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ডলার ।
মেহেরপুর পৌরসভার সকল কর্মকর্তা ও কাউন্সিলর গন এসময় উপস্থিত ছিলেন।
-নিজস্ব প্রতিনিধি