মুজিব তোমার জন্ম না হলে
হতনা বাংলাদেশ,
তোমার নামে জড়িয়ে তাইতো
লাল সবুজের বেশ।
বন্দী জীবন পাকিস্তানে
হতাশ নওতো তবু,
মৃত্যুর সাথে করেছ খেলা
ভয় কর নি কভু।
হুংকার দিয়েছ বাঘের মতো
অগ্নিঝরা ভাষণ,
বাংলার প্রতিটি ঘরে ঘরে তাই
রয়েছে তোমার আসন।
আঁধারের বুকে মশাল জ্বালিয়ে
এদেশ করেছ মুক্ত,
তাইতো বাংলা-দেশের সাথে
মুজিব নামটি যুক্ত।
জাগ্রত করেছ হতাশ জাতিকে
এনে দিলে অধিকার,
ক্রান্তিকালের মহানায়ক তুমি
দূর করেছ অন্ধকার।
যতদিন রবে বাংলার মানচিত্র
তুমি হবেনা তো শেষ,
পৃথিবী জানবে, তোমাকে চিনবে
মুজিব মানে বাংলাদেশ।
মেপ্র/ আরপি