কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে মুজিব শতবর্ষ উৎযাপন করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও সাবেক সভাপতি মাহতাব উদ্দিন।