মুদি দোকানের পাশে কাঁচা তরকারী রাখার অপরাধে আমজাদ হোসেন (৫০) নামের এক সবজী বিক্রেত কে লোহার রড দিয়ে আঘাত করে রক্তাত্ব জখম করেছে মুদি ব্যবসায় আমিন উদ্দীন।
আহত সবজী বিক্রেদা আমজাদ হোসেন মেহেরপুর শহরের গোরস্থানপাড়া এলাকার ফুলজার হোসেনের ছেলে। আজ সোমবার বেলা দেড়টার দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পাশের ব্যবসায়ী আক্তারুল ইসলাম জানান, হোটেল বাজার এলাকায় আমিন উদ্দীনের মুদি দোকানের পাশেই সবজী বিক্রি করেন আমজাদ হোসেন। আজকে মুদি দোকানের পাশেই কিছু সবজী রেখেছিলেন আমজাদ হোসেন।
সবজী রাখা নিয়ে আমজাদ হোসেন ও আমিন উদ্দীনের মধ্যে প্রথমে কথাকাটি হয়। পরে দোকানোর ঝাপ নামানো রড দিয়ে আমজাদ হোসেনকে পিটিয়ে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ সয্যার হাসপাতালে ভর্তি করেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক সউদ কবীর জানান, আহত আমজাদ হোসেনের মাথায় আঘাতের ক্ষত রয়েছে। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।