মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে সালমা (২০) নামের এক পুত্রবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত দশটার দিকে মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় ।
সালমা কোলা গ্রামের মোঃ শফিকুল ইসলামের মেয়ে ।
মুজিবনগর সোনাপুর নিজ বাড়িতে পুত্রবধূর লাশ রয়েছে এমন সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ ।
শ্বশুর মোঃ হেকমত আলী একজন কৃষক ও শাশুড়ি মোছা: আরোবি খাতুন। স্বামী হিরন বলেন আমার স্ত্রী বাচ্চা না হওয়ার কারণে বাবা,মা সমস্যা করতো। আমার বাবা-মা বলতো তোর বউ একটা খারাপ মেয়ে এর কখনো বাচ্চা হবে না ।
আমি একজন দিন মজুর বেকারিতে কাজ করি। বাড়িতে আমার স্ত্রী একা থাকে তখন আমরা আমার বাবা-মা আমার স্ত্রী ওপর অত্যাচার করে।
গতরাতে আমি কাজ থেকে বাড়ি ফিরে রাত দশটার সময় দেখি আমার স্ত্রী সালমা লাশ গলায় ওড়না পেচিয়ে ঝুলছে।
আমি বাবা,মা কে জিজ্ঞেস করলে তারা কোন কিছু উত্তর করেনি বলে আমরা কিছু জানি না।
এস আই পলাশ কুমার রায় বলেন তদন্ত ফলাফল হাত না পাওয়া পযন্ত কিছু বলা যাচ্ছেনা।
এলাকা বাসীর কাছ থেকে আর জানা যাই শ্বশুর হেকমত আলী পুএবধূকে কু প্রস্তাব দেওয়া রাজি না হওয়ায় তাকে শ্বাস রোধ করে হত্যা করেছে বলে অভিযোগ গ্রাম বাসীর।শ্বশুর হেকমত আলী ও শাশুরি আরবি খাতুন পালাতক বলে জানা যায়।
আমার বিয়ে বয়স ২ বছর। গত ৭/৮ মাস থেকে আমার বাবা মা আমার স্ত্রীর উপর অত্যাচার করতো বাচ্চা না হওয়ার কারনে।
মেপ্র/একেপি
আরো পড়ুন: বাসরের ফুল কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হবু বরের