কৃত্রিম বুদ্ধিমত্তায় ওপেনএআই যে বিপ্লব এনেছিল তার থেকেই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স ভাবনার উদ্ভব৷ গুগলের এআই এফর্টের প্রধান ডেমিস হাবাশিসও একই লক্ষ্যের কথা বলেছেন। এই দৌড়ে যুক্ত হয়েছেন মার্ক জাকারবার্গও। কবে নাগাদ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স গড়ে তোলা হবে আর বিষয়টিই বা কেমন হবে এ বিষয়ে তো বিস্তারিত ধারণা দেওয়াই হয়নি। তবে মেটা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা দল নিয়ে কাজ শুরু করেছে।
মার্ক জাকারবার্গ এক বক্তব্যে জানান, ‘আমরা যে পণ্য বানাতে চাই সেগুলোর জন্যই জেনারেল ইন্টেলিজেন্সের ডেভেলপমেন্ট জরুরি।’ কৃত্রিম বুদ্ধিমত্তার লড়াই বাড়ছে।
কোম্পানিগুলো একে অপরকে ছাড় দিতে নারাজ। তাদের কাছে ইতোমধ্যে এনভিডিয়া এইচ১০০ জিপিইউ রয়েছে। এই চিপের ওপর নির্ভর করেই তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ডেভেলপ করছে। জাকারবার্গ জানিয়েছেন তাদের কাছে এই চিপের জিপিইউর সংখ্যা ৩ লাখ ৪০ হাজার। তবে ২০২৪ সালের শেষে তা ৬ লাখে পৌঁছাবে। তবে নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে এখনও জাকারবার্গ স্পষ্ট ধারণা দিতে পারেননি।
সূত্র: দ্য ভার্জ