মেহেরপুরে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় সড়কে চলা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন দিলরুবা খাতুন(৫০) নামের এক মহিলা। আহত হয়েছেন নিহতের স্বামী মটরসাইকেল চালক সাজ্জাদ হোসেন।
আজ সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে বামন্দী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কামার বাড়ি নামক স্থানে। নিহত দিলরুবা খাতুন ও আহত সাজ্জাদ হোসেন মেহেরপুর সদর উপজেলার কলায় ডাঙা গ্রামের বাসিন্দা।
আহত সাজ্জাদ আলী বলেন, আমি আমার স্ত্রী দিলরুবা খাতুন কে মটরসাইকেল করে সঙ্গে নিয়ে আমার মেয়ের বাড়ি মোহাম্মদপুর গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথিমধ্যে বামন্দী কামার বাড়ি নামক সড়কে পৌছালে পিছন থেকে একটি ড্রাম ট্রাক এসে মটরসাইকেলে ধাক্কা মারলে দিলরুবা ছিটকে গিয়ে ট্রাকের চাকার নিচে গিয়ে পড়ে। আর আমি সড়কের আরেক পাশে পড়ে গুরুত্বর ভাবে আহত হই। আমার চোখের সামনে আমার স্ত্রীকে চাপা দিয়ে ট্রাকটি দ্রুত গতির সাথে সড়ক দিয়ে চলে গেলো।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বনি ইসরাইল বলেন, সড়ক দুর্ঘটনায় দিলরুবা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ড্রাম ট্রাকটির চালক ও গাড়িটি ধরতে পুলিশ কাজ করছে।