দুই মহাদেশ চ্যাম্পিয়নের প্রথম ও শেষ মহারণ ইতালির জন্য ‘মরণ’ হয়ে উঠল।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে পরশু রাতে লিওনেল মেসি ও আনহেল দি মারিয়ার চোখধাঁধানো আলোয় মেরেকেটে বেরিয়ে গেল ম্যারাডোনার দেশ। একবারের জন্যও মনে হয়নি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়ন দলের দ্বৈরথ এটি।
৩-০ গোলে ফাইনালিসিমা জেতার পর মাঠে বাঁধভাঙা উচ্ছ্বাস করেছে আর্জেন্টিনা ফুটবল দল। ড্রেসিংরুমে গিয়ে এ উল্লাসের মাত্রা আরও বেড়েছে। সেই বাড়তি উচ্ছ্বাসে জড়ানো হয় ব্রাজিল দলকেও।
ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ব্রাজিলকে খোঁচা মেরে গান গাইছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা— ‘কী হলো ব্রাজিল? পাঁচবারের চ্যাম্পিয়নরা কি ভয় পেয়ে গেল?’
ইনস্টাগ্রামে ফুটবল ইজ আর্ট নামের একটি প্রোফাইল থেকে আপলোড করা হয় আর্জেন্টিনার সেই গান গেয়ে উদযাপনের ভিডিও।
আর্জেন্টিনার ফুটবলারদের এমন উদযাপন ভালো লাগেনি ব্রাজিল ফুটবলের প্রাণভ্রমরা নেইমার জুনিয়রের। পাল্টা খোঁচা দিলেন তিনিও।
ব্রাজিলকে খুঁচিয়ে আর্জেন্টিনা দলের সেই গানের ভিডিওর কমেন্টে নেইমার লিখলেন – ‘ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’
নেইমারের সেই কমেন্ট মুহূর্তেই ভাইরাল। ব্রাজিল সমর্থকরা লুফে নিয়েছে প্রিয় তারকার মন্তব্যটি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফুটবল ইজ আর্টের সেই ভিডিওতে লাইক পড়েছে ২৮ হাজার ৬৭৬টি। সেখানে নেইমারের সেই মন্তব্যে লাইক পড়েছে ২৮ হাজার ১৯২টি।
তথ্যসূত্র: আর্জেন্টিনা ডিটেইলজিরো