এবার ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারকে বার্সেলোনা ক্লাবের ভবিষ্যৎ বানাতে এখনো স্বপ্ন দেখে যাচ্ছে কাতালোনিয়ান জায়ান্টরা। বলা হচ্ছে, সবদিক বিবেচনা করে দ্রুতই মেসির বিকল্প খুঁজছে বার্সা। আর সেখানে নেইমারই তাদের প্রথম পছন্দ। মেসি নিজেও তার বিকল্প হিসেবে সাবেক সতীর্থকে একাধিকবার ন্যু ক্যাম্পে আনতে চেয়েছেন।
জানা গেছে, নেইমারকে নিয়ে বার্সার আবার নতুন করে চিন্তা করছে। সেটা আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচে লিওনেল মেসির খেলা দেখে। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড সেদিন ছিলেন নিজের ছায়া হয়ে। দল করেছে ১-১ গোলে ড্র। অতীতে যেকোনো মৌসুমের চেয়ে এবার মেসিকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। খেলাতেও পড়েছে বয়সের ছাপ।
উল্লেখ্য, ২০১৫ সালে নেইমারকে হিসাবের বাইরে দেয়া হয়েছিল ১০ মিলিয়ন ইউরো। বার্সেলোনা এখন টাকাটা ফেরত চেয়ে নিচ্ছে মামলার প্রস্তুতিও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও সাবেক ক্লাবের থেকে ৬০ মিলিয়ন ইউরো ফেরত নিতে মামলাও হবে বলে খবর ছড়ায়। তবে সাপে-নেউলে সম্পর্ক বার্সা-নেইমারের কথাটা ভুল। বার্সার নেইমারে ভরসা খুঁজছে তারই ইঙ্গিত দিচ্ছে।
সূত্র : স্পোর্ত।