হতদরিদ্র পরিবারকে আত্বনির্ভরশীল ও স্বাবলম্বী করতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগিতায় বিশেষ বরাদ্দের আওতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক ভ্যান ও টিউবওয়েল বিতরণের আয়োজন করে। এ সময়ে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে ভ্যান ও টিউবওয়েল বিতরণ করেন মউক এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। এ কর্মসুচীর মাধ্যমে সদর উপজেলার হিজুলী গ্রামের ১০জন হতদরিদ্র পরিবার ভ্যান পেয়ে তারা নিজস্ব আয়ের মাধ্যমে স্বাবলম্বী হয়ে তাদের দৈনন্দিন আয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে জানা যায়। একই অনুষ্ঠানে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ১০জন দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়।