মেহেরপুরের আশরাফপুরে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

মেহেরপুরের আশরাফপুরে এক ব্যক্তিকে কু*পি*য়ে জ*খ*ম

পূর্ব শত্রুতার ও জমি সংক্রান্ত জের ধরে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে সামাদ আলী নামের এক ব্যক্তিকে কুপিয়ে যখম করা হয়েছে।

আজ বুধবার (২২ মে) সন্ধা ৭ টার দিকে আশরাফপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সামাদ আলী আশরাফপুর গ্রামের আফরোজ আলীর ছেলে। তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে আহত সামাদ আলী স্ত্রী বলেন, আমার নিজের জমি জোর করে হিছাব আলী দখল করে নিতে চাই। কিছু দিন আগে বিষ দিয়ে আমাদের পাট পুড়িয়ে দিয়েছে। গতকাল বুধবার আমার স্বামী জমিতে চাষ করে রেখে এসেছে। সন্ধার সময় আমার স্বামীকে রাস্তাতে একা পেয়ে হিছাব আলী, হিছাবের স্ত্রী-মেয়ে ও হিছাব আলীর ভাইয়ের ছেলে কুদ্দুস দেশীও দা, রড় দিয়ে আমার স্বামীকে এলো পাতাড়ি মারে। এসময় আমার স্বামী মাটিতে লুটিয়ে পড়ে।

তিনি আরো বলেন, আমার স্বামীকে যখন ওরা মারছে তখন আমি ছুটে বাঁচাতে গেলে আমাকেও দা দিয়ে কোপানোর জন্য তাড়ালে আমি প্রাণের ভয়ে বাড়িতে পালিয়ে গিয়ে ঘরের দরজা লাগিয়ে দিয় তারপর আমি নিজেও বাঁচি।

এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে আহত সামাদের পরিবার।