মেহেরপুরের ইসলামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু

মেহেরপুরের ইসলামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার ইসলামনগরে (নোয়াখালী পাড়া) গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সারজিয়া খাতুন (৪২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত সারজিয়া খাতুন ইসলামনগর গ্রামের ইমাম মিজানুর রহমানের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, দুপুরে বৈদ্যুতিক পানির পাম্প চালিয়ে গোসল করতে গিয়ে শর্টসার্কিটে তিনি বিদ্যুৎসৃষ্ট হন।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কখন তিনি মারা গেছেন পরিবারের কেই জানতে পারেনি। অনেকপরে পরিবারের লোকজন গোসলাখানার দিকে গেলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

আমঝুপি ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন জীবননগরের সেনেরহুদায় বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু