মেহেরপুরের আমঝুপিতে ইয়ুথ ফোরামের ওরিয়েন্টেশন ও ত্রৈমাসিক অগ্রগতি ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আমদহ, আমঝুপি এবং বারাদী ইউনিয়নের যুব সদস্যদের নিয়ে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর হলরুমে ইয়ুথ ফোরামের ওরিয়েন্টেশন ও ত্রৈমাসিক অগ্রগতি ফলোআপ সভা অনুষ্ঠিত হয়।
গণসাক্ষরতা অভিযান এর সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এ কর্মসূচীর আয়োজন করে।
মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা।
সভায় মেহেরপুর জেলার সার্বিক শিক্ষার সুযোগ, শিক্ষার বাস্তবতা, শিশুদের বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশ তৈরি সহ বিদ্যালয়ে স্বচ্ছতা ,জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে ইয়ুথদের ভুমিকার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় মেহেরপুর বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের সংগঠক তাহসিন আহম্মদ রাব্বী, বারাদী ইউনিয়নের ইয়ুথ ফোরামের সভাপতি শ্রী সজিব দাস, আমঝুপি ইউনিয়নের ইয়ুথ ফোরামের সভাপতি ইয়াসমিন এবং আমদহ ইউনিয়নের সদস্য রতন আলীসহ অনেকে নিজেদের মতামত তুলে ধরেন।
সভায় গণমাধ্যম কর্মীসহ ৪০ জন যুব সদস্য উপস্থিত ছিলেন।