মেহেরপুরের গাংনীতে টিসিবির কেন্দ্র থেকে ন্যায্যমূল্যে মালামাল বিক্রয় শুরু হয়েছে। আজ বিকালে উপজেলা পরিষদ চত্বরে সহকারী কমিশনার (ভূমি) এ মালামাল বিক্রয়ের উদ্বোধন ঘোষণা করেন।
এখানে উপস্থিত জনগণ সর্বোচ্চ ৬ কেজি তেল, ১ কেজি ডাল ও ১ কেজি ক্রয় করতে পারবে। তেলের প্রতি কেজি মূল্য ৮০ টাকা, ডাল প্রতি কেজি ৫০ টাকা এবং চিনি প্রতি কেজি ৫০ টাকা হিসাবে ক্রয় করতে পারবে।
উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত জনগণ দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে ক্রমান্বয়ে এ মালামাল ক্রয় করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ এবং গাংনী থানা পুলিশের একটি বিশেষ টিম এ বিক্রয় কাজে সহযোগিতা করেন।