মেহেরপরের গাংনীর সীমান্ত গ্রাম কাজিপুর গ্রাম থেকে দুই মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টীম তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাকি দিয়ে মাদক কারবার করছিল। এরা হচ্ছে- গাংনীর কাজিপুর বাদিয়াপাড়ার মৃত সুলতানের ছেলে জাকির হোসেন (৪০) ও একই গ্রামের কলেজপাড়ার শহিদুল ইসলামের ছেলে পলাশ (২৮)। তাদেরকে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, আটককৃতরা বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে ফেনসিডিল মজুদ করেছে মর্মে সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টীম সেখানে অভিযান চালায়। এসময় তাদের বাড়ি থেকে ফেনসিডিল পাওয়া গেলে আটক করে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়।