মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের রোকন ও হাসান নামের দুই চাচাত ভাই হত্যা মামলায় মতিউর রহমান নামের আরো এক আসামিকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার সকালের দিকে মেহেরপুর সদর থানার এস.আই আহসান হাবীব মতিউর রহমানকে আটক করেন। মতিউর রহমান নতুন দরবেশপুর গ্রামের ওয়াদত আলীর ছেলে।
২০১৯ সালের ১২ সেপ্টেম্বর রাতে মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে রোকন ও তার চাচাত ভাই হাসান কে শোলমারী বিলে মাছ পাহারা দেওয়ার সময় কুপিয়ে নিরর্মম ভাবে হত্যা করা হয়।
ওই ঘটনায় মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর সদর থানার এস আই আহসান হাবীব মোট ১০ জন আসামিকে আটক করেছেন।
আটক ব্যক্তিদের মধ্যে একাধিক ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই মামলার সর্বশেষ আটক মতিউর রহমানকে গতকাল বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মেপ্র/ইএম