দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর পাশাপাশি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরাও মাঠে নেমেছে।
দেশের অন্যান্য জেলার ন্যায় মেহেরপুর জেলাতেও গতকাল শুক্রবার থেকে র্যাব টহল কার্যক্রম শুরু করে।
র্যাব ১২ সিপিসি ৩ মেহেরপুর র্যাব ক্যাম্প কমান্ডার সহকারী সিনিয়র পুলিশ সুপার মনিরুজ্জামান জানিয়েছে, র্যাব সদও দপ্তরের নির্দেশনা অনুয়ায়ী মেহেরপুরের বিভিন্ন এলাকায় র্যাব সদস্যরা টহল শুরু করেছে।
তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংষদ নির্বাচনে যে কোন অপ্রিতিকর ঘটনা দেশ বিরোধী কর্মকান্ড সহ যে কোন অপরাধ মুলক কর্মকান্ড থেকে দেশ ও জনগনকে রক্ষার্থে র্যাবের এই টহল কার্যাক্রম চলমান থাকবে। তারই ধারাবহিকতায় প্রতিনিয়ত জেলার বিভিন্ন এলাকায় র্যাব সদস্যরা তাদের টহল জোরদার করেছে।