মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিএসটিআই এর সহযোগিতায় মেহেরপুর সদরের দুই টি তেল পাম্পে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এর নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।
এসময় নুর ফিলিং স্টেশনে পরিমাপে কম দেওয়ায়, ওজন ও পরিমাপ মানদণ্ড আইনের ২০১৮ এর ২৯ ধারাই ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর দিকে মেহোরপুর সদরের, মেহেরপুর ফিলিং স্টেশনে আন্ডারগ্রাউন্ড স্টোরিজ লাইসেন্স নবায়ন না করায় ৩২(৩) ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসটিআইর পরিদর্শক মঈনুদ্দিন।