মেহেরপুরে নতুন দরবেশপুরে একটি অলাভ জনক স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশার আলোর পক্ষ থেকে দ্বিতীয় দিনের মত গ্রামের হতদরিদ্র ও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার নতুন দরবেশপুর গ্রামের পূর্বপাড়ার প্রায় ৫০ জন দরিদ্রের মাঝে উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।
প্রত্যাশার আলো” মানবতার জাগরণে এক আশার আলো। সমাজে মানবিক মূল্যবোধের অবক্ষয় রোধে ও মানুষের নৈতিক চেতনা জাগিয়ে তুলতে “প্রত্যাশার আলো” নামে এক সামাজিক সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। “মানুষের ঘুমন্ত নষ্ট হওয়া বিবেক ও অসুস্থ মনুষত্ব্যবোধটা জাগ্রত করার সামান্যতম প্রয়াসে – প্রজন্ম প্রত্যাশা বিনির্মাণে আমরা”—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছে।
সংগঠনের সাধারন সম্পাদক শাকিল আহমেদ বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে মানুষ তার বিবেক ও মনুষ্যত্বের চেতনা নিয়ে বেঁচে থাকবে। সমাজের প্রতিটি মানুষের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, আর সেই দায়িত্ববোধ থেকেই ‘প্রত্যাশার আলো’ সংগঠন গড়ে উঠেছে। আমরা বিশ্বাস করি, সামান্য প্রচেষ্টা বড় পরিবর্তন আনতে পারে।”
আমাদের সংগঠনটি ইতোমধ্যে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে দুঃস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষাসামগ্রী বিতরণ। গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ। বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান। সমাজে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সেমিনার ও কর্মশালা আয়োজন ইত্যাদি উল্লেখযোগ্য।
সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে আছেন সভাপতি শামিমুল ইসলাম শামীম। তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু সাহায্য করা নয়, বরং মানুষকে স্বাবলম্বী করে তোলা, যাতে তারা নিজেরাই পরিবর্তনের অংশ হতে পারে।
“প্রত্যাশার আলো” সকলের প্রতি আহ্বান জানাচ্ছে—আসুন, আমরা সবাই মিলে মানবতার কল্যাণে কাজ করি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং মাদকমুক্ত সমাজ গড়ি। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পূর্ব পাড়ার বিশিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ ।
এছাড়াও উপস্হিত ছিলেন প্রত্যাশার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মুফতি খায়রুল বাশার, মাহাবুবুল ইসলাম, আশাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকাশ ইসলাম, দপ্তরসম্পাদক নাজমুস সাকিব, প্রচার সম্পাদক মুন আফ্রিদী, ছাত্রবৃত্তি সম্পাদক তাসিনুল ইসলাম সৌরভ, উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসান তাহমিদ কার্যকারী সদস্যদের মধ্যে উপস্হিত ছিলেন হাসিবুল, রফিক, সুজন, রশিদ, সাইরুল, সাহাবুল, সাকিব, সাহাদ, মমিন সহ অনেকে ।