মেহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও মেহেরপুর জেলা যুব লীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনকে ফুলের মালা দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মেহেরপুর জেলা অবসর প্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।
সোমবার সকাল ১১ টার দিকে পুরাতন পোষ্ট অফিস পাড়াস্থ্য নবনির্বাচিত মেয়র মাহফুজুর রহমান রিটনের নিজস্ব বাসভবনে মেহেরপুর জেলা অবসর প্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ফুলের মালা পরিয়ে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান ।
এসময় মেহেরপুর জেলা অবসর প্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আঃ রহমান, নির্বাহী সদস্য মোঃ ইব্রাহিম প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় নব নির্বাচিত মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, আমি আপনাদের ও জনগনের ভালবাসা নিয়ে এই মেহেরপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছি। আমি সুখে দুখে আপনাদের সহযোগীতা কামনা করি।
উল্লেখ্য, গত ১৫ জুন মেহেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রার্থী হয়ে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করে মেয়র পদে পুন:নির্বাচিত হন মাহফুজুর রহমান রিটন।