বর্গা জমির ধান চাওয়ায় সামেনা খাতুন (৫০) নামের এক নারীকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেছেন প্রতিপক্ষরা। সামেনা খাতুন মেহেরপুর সদর উপজেলার বারাদী গ্রামের পশ্চিমাপাড়া এলাকার মহিবুর রহমানের স্ত্রী।
আজ বৃহস্পতিবার (২৩ জুন) সকালের দিকে মারপিটের এ ঘটনা ঘটে। আহত সামেনা খাতুন বর্তমানে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সামেনা খাতুনের ছেলে কৃষক শাজাহান আলী জানান, একই গ্রামের আযাদ আলীর কাছ থেকে আমরা ১ বিঘা জমি এক লাখ টাকা দিয়ে বন্ধক নিই। জমির মালিক আযাদের কাছেই সেই জমি রেখে দিই। প্রতি ধানের মৌসুমে ১২ মন করে ধান দেওয়ার কথা। এই মৌসুমে সেই বন্ধকি জমির ১২ মন ধান নেওয়ার জন্য সকালে আমার মা আযাদ আলীর বাড়িতে গেলে তারা ধানা দেবেনা বলে জানায়। এক পর্যায়ে অশ্রাব্য ভাষায় গালাগাল করে। এ নিয়ে তাদের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে আযাদ আলীর ভাগ্নে জামায় একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ফিরোজ আলী ও তার স্ত্রী বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেন। এসময় তারা আমার মাকে কিল ঘুঁষিও মারে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোখলেছুর রহমান জানান, সামেনা খাতুন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ছেলে শাজাহান আলী।