মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে অসুস্থ ভেড়া জবাই করে মাংস বিক্রি করার সময় বারাদি বাজার কমিটির হস্তক্ষেপে রফিকুল নামের এক কসাইকে আটক করার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে বারাদী বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাবেদ আলী ছেলে রফিকুল ইসলাম নামের এক কসাই দুটি অসুস্থ ভেড়া জবাই করে মাংস বিক্রি করছিল, এসময় বাজার কমিটির লোকজন জানতে পেরে তাকে আটক করে।
পরে বারাদি ক্যাম্পের এস আই ইমরুলের উপস্থিতিতে ভবিষ্যতে এমন কাজ করবে না বলে মুচলেকা দেওয়ার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।
মেহেরপুর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর অফিসার তারিকুল ইসলাম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।