মেহেরপুর সদরের নবগঠিত বারাদী ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জয় বাংলা জয় বঙ্গ বন্ধু স্লোগানে গণসংযোগ ও মটর সাইকেল র্যালি বের করা হয়।
গতকাল শুক্রবার বাদ আছর চেয়ারম্যান প্রার্থী মোঃ মোমিনুল ইসলাম মোমিন এ মটর সাইকেল র্যালি বের করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে মোমিনুল ইসলাম জানান। তিনি বারাদী ইউনিয়নের বিভিন্ন গ্রামসহ এলাকায় সমর্থকদের নিয়ে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান।
এ সময় উপস্থিত ছিলেন বারাদী ইউনিট আওয়ামী লীগের সভাপতি শামিম ফেরদৌস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক ৪ নাম্বার ওয়ার্ড সভাপতি মুক্তি মিয়া সাধারণ সম্পাদক খাকছার আলী ৫ নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম শফি সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন মুলুক, ৬ নং ওয়ার্ড সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদ, আওয়ামী লীগ নেতা দেলোয়ার,
বারাদী বাজার কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাবেক ছাত্রনেতা বেলাল উদ্দিন মানিক, যুবলীগ নেতা সালাউদ্দিন, শরিফুল ইসলাম, সোহেল রানা, আহসান হাবীব, ছাত্রলীগ সভাপতি আল মামুন সাধারণ সম্পাদক রবিন, বারাদি ইউনিট আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি সাজ্জাদুর রহমান মুলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।