অমর একুশে। জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলনের ৬৯ বছর পূর্ণ হলো। অমর একুশের শহীদদের প্রতিশ্রদ্ধা। সব পথ এসে মিশে গেছে এক অভিন্ন গন্তব্য শহীদ মিনারে।
বসন্তে ফোটাফুলের স্তবক হাতে, নগ্ন পায়ে ধীরে ধীরে বেদির দিকে এসে ফুল অর্পণ করেন সবাই। কণ্ঠে সেই অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি, ভাষা শহীদদের প্রতি নিবেদিত শ্রদ্ধার ফুলে ফুলে ঢেকে গেছে মোমিনপুর স্কুল মাঠের শহীদ মিনারের বেদি।
বাঙালি জাতির জীবনের এক অবিস্মরণীয় দিন। অমর একুশে ফেব্রুয়ারি স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনসহ, বারাদী ইউনিট আওয়ালীগ, মোমিনপুর ডাইমন্ড ক্লাব, মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়, মোমিনপুর সরকারী প্রাথমিক,
বর্শিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, বারাদী ইউনিট কৃষক লীগ, শিংহাটি পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়, পাটকেলপোতা প্রথমিক বিদ্যালয়, হাসানাবাদ প্রাথমিক বিদ্যালয়, জুগিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বারাদী ইউনিট ছাত্রলীগ, বারাদী বিএডিসি, র্যালী নিয়ে ফুল প্রদান করেন এবং দিন ব্যাপী বিস্তারিত কর্মসূচি পালন করেছে।