মেহেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও টেনিস খেলোয়াড় খন্দকার মনিরুল ইসলাম ভেটা (৬৩) ফুসফুসের প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ শুক্রবার ভোর ৫টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। খন্দকার মনিরুল ইসলাম ভেটা মেহেরপুর শহরের তাঁতীপাড়ার নিবাসী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আমিরুল ইসলাম পালুর ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্যা গুণাগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, কয়েকদিন আগে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় পরীক্ষা নিরীক্ষা করে নিউমোনিয়া নির্ণয় হয়। পরে তিনি ফুসফুসের জটিল রোগে আক্রান্ত হন। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে থেকে ভোরে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষ করে মরহুমের লাশ মেহেরপুরে নিয়ে আসা হবে। জানাযার সময় এখনো জানা যায় নি।