“মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুসমৃদ্ধ দেশ গড়ি” এই স্লোগানে মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে৷
বুধবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান থানা ঘাট সংলগ্ন ভৈরব নদে ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় তিনি বলেন মেহেরপুর জেলার একমাত্র প্রাণকেন্দ্র ভৈরব নদী যেখানে বিভিন্ন ধরনের ছোট বড় মাছ পাওয়া যায়। এই নদীকে কেন্দ্র করে অনেকের সংসার চালে। তাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্ত করণ করা হয়।
উপস্থিত ছিলেন অতিরিক্ত মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, সহকারী মৎস্য কর্মকর্তা জাকির হোসেন খান,শহিদ সাদিক হোসেন বাবুল প্রমুখ।
মেপ্র/এমএফআর