মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া হামেসাতলা সংলগ্ন ভৈরন নদ থেকে বস্তা বন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে বইকুণ্ডপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা লাশটি উদ্ধার করে। প্রাথমিক ধারণা করা হচ্ছে কোন মহিলার লাশ হবে এটি।
স্থানীয়দের বরাত দিয়ে আমাদের প্রতিনিধি জানান, কুলবাড়িয়া গ্রামের দুই জন ব্যক্তি সন্ধ্যার দিকে নদিতে গোসল করতে যায়। সেখানে গিয়ে দুর্গন্ধ পেলে তারা গন্ধের উৎস খোঁজারে চেষ্টা করে। পরে নদিতে একটি মুখবাধা বস্তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগীতায় মুখ বস্তাটি নদি পাড়ে নিয়ে এসে বুঝতে পারে বস্তার মধ্যে লাশ রয়েছে। সেটি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রাথমিক ভাবে লাশটি মহিলা মানুষের বলে দাবি করা হচ্ছে। তবে এখনো লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
বিস্তারিত আসছে..