মেহেরপুরের মুজিবনগরে একজনের করোনা সনাক্ত হয়েছে। তিনি একটি এনজিও কর্মী বলে জানা গেছে। উপজেলা প্রশাসন তার ভাড়াবাড়িটি লকডাউনের প্রস্তুতি নিচ্ছে। এই প্রথম মেহেরপুরে কোন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
আজ বুধবার সকালে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:উসমান গনি মেহেরপুর প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, তিনি বল্লভপুরের একটি বাসায় ভাড়া থাকেন। তিনি একজন পুরুষ। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, আজ বুধবার সকালে ৫জনের ফলাফল এসেছে। তার মধ্যে একজনের ফলাফল পজেটিভ এসেছে। বাড়িটি লকডাউন করা হবে। একই সঙ্গে তিনি মেহেরপুর বাসীকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।
বিস্তারিত আসছে…