পৈত্রিক জমিতে বসানো স্যালো মেশিনের পাইপের মালিকানার দাবীতে সৃষ্ঠ বাকবিতন্ডার জের ধরে ভাস্তে মোহন আলী (১৭)কে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করেছে।
স্থানীয়রা আহত সুমন আলীকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ও পরে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ আগষ্ট) বেলা সাড়ে ১২ টার সময় সদর উপজেলার রাজাপুর গ্রামের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সুমন আলী ওই গ্রামের মজিল হোসেনের ছেলে।
বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানান মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক মেহেদী হাসান। তিনি বলেন, এখানে তার ঘাড়ের উপর সেলাই দেওয়া সম্ভব হয়নি। তাই প্রাথমিক চিকিৎসা দিয়েই রেফার্ড করা হয়েছে।
সুমনের ভাই মুন্না জানান, সকালের দিকে মাঠের জমিতে পুঁতে রাখা স্যালো মেশিনের পাইপের মালিকানা দাবী নিয়ে আমার সাথে চাচা আবুল হোসেনের বাক বিতন্ডা হয়। সেখান থেকে আমি বাড়ি চলে আসি।
এই বাকবিতন্ডার জের ধরে আমার ছোট সুমনকে দোকানে বসে থাকা অবস্থায় হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। এসময় প্রত্যক্ষদর্শিরা ছুটে এলে সে পালিয়ে যায়।