সাশ্রয়ী খরচে সেচ দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে সৌরবিদ্যুৎ পাম্প। মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের গোলাম মর্তুজা মতু’র উদ্যোগে সেচ দেওয়ার জন্য স্থাপন করা হয়েছে সোলার পাম্পটি। সল্প খরচে সেচ দিতে পেরে সেখানকার কৃষকরাও বেশ খুশি।
মতু জানান, এর আগে আমি ডিজেল ও বিদ্যুৎ ব্যবহার করে সেচ দিতাম। এতে বছর শেষে আমার খরচ হতো প্রায় এক লক্ষ্য টাকা। কিন্তু সোলার পাম্প বসানোর পর যে খরচ হচ্ছে তাতে মনে হয় বছরে পচিশ হাজার মতো খরচ হবে।
সোলার পাম্প পরিদর্শনে আসেন পাওয়ার অব সলিউশন ঢাকা এর প্রোপাইটার মানিক রানা।
এসময় তিনি বলেন, পরিবেশ বান্ধব ও সাশ্রয়ি খরচে কৃষকদের সেচের জন্য নতুন এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এতে কৃষকরা বেশ উপকার পাচ্ছে।
মেহেরপুর জেলার সোলার পাম্প পরিবেশক মরিয়ম ইলেকট্রনিক্স এর প্রোপাইটার নাসির উদ্দিন জানান, ইতি মধ্যে বেশ কিছু জায়গায় সোলার পাম্প স্থাপন করা হয়েছে। কৃষকদের মাঝে বেশ সাড়া পাওয়া যাচ্ছে।
মেপ্র/আরপি