মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রাম থেকে শ্যেলো ইঞ্জিন চালিত করিমন বোঝাই সরকারি গাছ উদ্ধার করেছে বিজিবি।
রবিবার ভোর ৩টার দিকে বিজিবি ক্যাম্প এর সামনে দিয়ে যাওয়ার সময় করিমনটি আটক করা হয়।
এ সময় গাড়ি ফেলে চালক পালিয়ে যায় বলে জানিয়েছে শোলমারী ক্যাম্প কমান্ডার আব্দুল মান্নান।
এ বিষয়ে শোলমারী বিজিবি কমান্ডার আব্দুল মান্নান জানান, রাতে গাড়ি বোঝায় গাছ নিয়ে যাওয়ার পথে আমরা গাড়িটি আটক করি। এসময় করিমন গাড়ি সহ বোঝায় কাঠ ফেলে রেখে পালিয়ে যায় চালক।
উদ্ধারকৃত কাঠের পরিমান ৩ টুকরা লগকাঠ ১৫.০০ ঘনফুট ও ৫.০ ঘনফুট। আমরা উদ্ধারকৃত কাঠ মেহেরপুর বনবিভাগকে হস্তান্তর করেছি।
এ বিষয়ে মেহেরপুর বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফরুল্লাহ জানান, ভালো মানের শিশু কাঠ আমরা বিজিবি কর্তৃক গাড়ি সহ গ্রহন করেছি।
কুতুবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহান আলী জানান, গাছটি আমার জমির উপরেই ছিলো এবং গাছটির আনুমানিক বয়স ৩৫ বছর হবে।
শোলমারী স্থানীয় ইউপি সদস্য আক্তারুজ্জামান বলেন, আমি কাঠ উদ্ধারের বিষয়টি শুনেছি। কে বা কাহারা এটি করেছে আমাদের জানা নেই। তবে যারাই করুক, অন্যায় করেছে।
মেপ্র/এমএফআর