মেহেরপুরে সরকারি বিধি না মেনে সেচ পাম্প স্থাপনের প্রতিবাদকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিন জন আহত হয়েছে।
গত বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় ৮ জন কে অভিযুক্ত করে মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্তরা হলেন- সুবিদপুর গ্রামের মৃত ইমাজ উদ্দিনের ছেলে মো: হাফিজুর রহমান (৬০), মো: শহিদুল ইসলাম (৫৭), মো: ইয়ারুল ইসলাম (৫০), মো: আসাদুল (৫৫), একই গ্রামের মো: হুসাইন (৩৮) ,মো: আশরাফুল ইসলাম (৩৮), মো: আতিকুর রহমান (৪৮), মো: শামসুজ্জোহা (৫০)।
অভিযোগ পত্র থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার ১২ টার দিকে সৌর সেচ প্রকল্প বসানোকে কেন্দ্র করে সুবিদপুর কুসু বেড়ে মাঠে কথকাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা ইয়ারুল ইসলাম ও তার ভাই জিয়ারুল ইসলাম ও মোজাম্মেল হকের উপর হামলা চালিয়ে মারাত্মক জখম করে। বর্তমানে আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।