মেহেরপুরের বিতর্কিত নারী নিলুফার ইয়াসমীন রুপাকে গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ মেহেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
গতকাল রবিবার (২৮ মে) সকাল ১০ টার সময় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তরুন আহমেদ। এসময় বক্তব্য রাখেন আতাউর রহমান। মানববন্ধনে তারা ৫ দফা উল্লেখ করেন।
দফাগুলোর মধ্যে জাতীর পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিকে অসম্মান ও অবমাননা করে ব্যবহার। বঙ্গবন্ধু সৈনিক লীগ মেহেরপুর জেলা শাখার সদস্য ও আহবায়ক না হয়েও পদের অপ ব্যবহার নিয়মনীতি তোয়াক্কা না করে গার্ড অফ অনার গ্রহণ,বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়ে মেহেরপুর জেলার সম্মান হানি করছে, প্রতিবাদ করায় নেতাকর্মী ওসাংবাদিকদের নামে মামলা ও জীবন নাশের হুমকী প্রদান।
এর আগে রুপার বিরুদ্ধে আইসিটি আইনে একটি মামলা দায়ের করেন সৈনিকলীগের সভাপতি তরুন আহমেদ।
এদিকে নিলুফার ইয়াসমীন রুপার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে মেহেরপুর শহরের সবচেয়ে আলোচিত হোটেল আটলান্টিকা কান্ডে চার্জশীট দিয়েছে পুলিশ।