মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের মাটি খেকো সেই যুবলীগ নেতা মুঞ্জুরুল ইসলাম ও মো: রিপনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
সদর উপজেলার খোকসা গ্রামের মৃতু ফরজ আলীর ছেলে সাদিকুর রহমান ওরফে ফকির বাদী হয়ে ৪৪৭/৩৭৯/৪২৭/৫০৬ পিসি ধারায় এই মামলাটি করেন। যার মামলা নং সিআর ৫১৬/২০২৩ইং।
মামলার বিবরণে জানা গেছে, বাদির কেনার জন্য বায়নাকৃত জমিতে মঞ্জুরুল ইসলাম অবৈধভাবে প্রবেশ করে এসকেবেটর দিয়ে মাটি কেটে একই সাথে সরকারি জমিরও মাটি কেটে প্রায় ৩০০ ট্রলি মাটি বিক্রি করেছে। মাটির আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। মামলার বাদী আরও বলেন, আসামিরা মাটি কেটে আমার ক্ষতি সাধন করেছেন। আমি খবর পেয়ে এসকেভেটর বন্ধ করার জন্য গেলে তারা মারার জন্য আমার দিকে ছুটে আসে। এসময় আমি প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে আসি।
জানা গেছে, আমঝুপি ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ এসকেভেটর দিয়ে বিভিন্ন স্থানের মাটি কেটে স্থানীয় ইটভাটাগুলোতে সরবরাহ করে থাকেন। তিনি শুধূ এলাকার পতিত জমিই নয়, সরকারি বেসরকারি সব জমিতেই জোর করে অবৈধভাবে মাটি কেটে মোটা অংকের টাকা নিয়ে বিক্রি করে বলে জানান স্থানীয়রা।
উল্লেখ্য যে, ১৯ জুলাই মেহেরপুর প্রতিদিনে ” মেহেরপুরের খোকসাতে সরকারি জমির মাটি কাটার অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
এদিকে আদালত তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।