মেহেরপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে শহরের ২ নম্বর ওয়ার্ডের বোসপাড়ায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি’র সদস্য ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ।
এছাড়াও এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলমগীর খান সাতু, রোমানা আহমেদ, খাইরুল বাশার, ওমর ফারুক লিটন প্রমুখ।
জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননের সঞ্চালনায় এছাড়াও সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লা, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুল রহমান লাভলু, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম, সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান তপন, মোশিউল আলম দ্বীপু, জেলা মহিলা দলের সহ-সভাপতি ছাবিহা সুলতানা, বিএনপি নেতা আব্দুল লতিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফুর্তি হাসান, নাহিদ আহমেদ, আবুল হাশেম, সৌরভসহ ২ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মেহেরপুরের ২ নম্বর ওয়ার্ড সম্মেলনে নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে সাঈদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক ইমন বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক আব্দুল সালাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে এনামুল হক দায়িত্ব পালন করবেন।