মেহেরপুর শিশু সংগঠন অংকুরের উদ্যোগে ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অংকুরের সভাপতি নাসিম রানা বাঁধনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক ইসমাইল হোসেন, সিনিয়র সংগঠক হাসান মাহামুদ, জাগো মেহেরপুরের সংগঠক আব্দুল আলিম, এম এ আন্তাজাতিক ফাইটার মনজুরুল আলম, বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকিয়া খাতুন। অংকুরের সহ সভাপতি ফারদিন ইমতিয়াজ। পরে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অংকুরের সংগঠক মেহেরাব হোসেন অনষ্ঠান সঞ্চলনায় ছিলেন।