“সকল মামলার তথ্য এক ঠিকানায়” এই স্লোগানকে সামনে রেখে এটুআই প্রোগ্রামের আওতায় সারা দেশের জেলা পর্যায়ের আদালতসমূহের তথ্য অনলাইনে প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আমার আদালত অ্যাপ এবং https://causelist.judiciary.gov.bd/ এই ঠিকানায় ভিজিট করে দেশ বিদেশের যেকোন প্রান্ত থেকে এখন আদালতের বিচারাধীন মামলার হালনাগাদ তথ্য, মামলার পরবর্তী তারিখ, রায় এবং আদেশ জানা যাবে।
ইতিমধ্যে বিভিন্ন জেলা এই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মেহেরপুর জেলার আদালতসমূহের সকল তথ্য অনলাইনে প্রদান এবং প্রকাশের নিমিত বিচারক ও সহায়ক কর্মচারীদের নিয়ে তিন দিনব্যাপী এই ভার্চুয়াল প্রশিক্ষণ আয়োজন।
আজ সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস।
সংযুক্ত ছিলেন বিচারক (জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল তোহিদুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু বকর সিদ্দিকসহ মেহেরপুরের সকল বিচারক, ম্যাজিস্ট্রেট এবং আদালতের সহায়ক কর্মচারীবৃন্দ।
এটুআই জুডিসিয়ারি টিমের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা জজ ফারজানা খান। অনলাইন কজ লিস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের পরিচিতি ও পরিচালনা বিষয়ে ব্যবহারিক সেশন পরিচালনা করেন এটুআই জুডিসিয়ারি টিমের অন্যতম সদস্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাব্বির মাহমুদ চৌধুরী।
ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ।