মেহেরপুর শহরের হোটেল বাজার জামান শপিং কমপ্লেক্সের একটি জেন্টস পার্লাও (সেলুন) থেকে আটক দুই অনলাইন জুয়ার এজেন্টসহ চারজনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ।
আসামিরা হলেন- অনলাইন জুয়ার অন্যতম মাস্টার মাইন্ড মুকুল হোসেন, দেলোয়ার হোসেন দিপু, আশিক ইকবাল ও স্বপন ইকবাল। এদের মধ্যে আশিক ইকবাল ও স্বপন ইকবালকে অনলাইন জুয়ার সাইট পরিচালনায় ব্যবহৃত মোবাইল সহ আটক করেছে ডিবি। এসময় তাদের কাছে থেকে ৪টি মোবাইল ফোন ও জুয়া পরিচালনা ৭টি এজেন্ট সিম উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক আশিক ইকবাল মেহেরপুরের গোপালপুর গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তিনি পুলিশ কনস্টেবল। যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের বডিগার্ড হিসেবে কর্মরত রয়েছেন। স্বপন ইকবাল একই গ্রামের আওলাদ হোসেনের ছেলে।
মামলার এজাহার জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানাধীন বিএম স্কুল এর পাশে ছোট বাজারস্থ জামান শপিং কমপ্লেক্সের নিউ এ্যাডামস্ জেন্টস পার্লার (সেলুন) আসামিরা পরস্পর যোগসাজশে অনলাইন জুয়া পরিচালনার মাধ্যমে অসৎ উদ্দেশ্য পরিচয় গোপন করে ছদ্মবেশ ধারন করে প্রতারনা, অনলাইন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতিত অবৈধ ই-ট্রান্সজেকশনসহ ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট নেটওয়ার্ক এ প্রবেশ করে সাইবার সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জনশৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য অবস্থান করছিলেন।
এসময় সাইবার নিরাপত্তা টিমের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করলে পালানোর চেষ্টাকালে আশিক ইকবাল ও স্বপন ইকবালকে আটক করা হয়। তার আগেই সেখান থেকে মুকুল ইসলাম ও দেলোয়ার হোসেন দিপু পালিয়ে যায়।
এজাহারে উল্লেখ রয়েছে, আটক আসামীদের ব্যবহৃত জব্দকৃত মোবাইল ফোন পর্যালোচনা করে MOST BET এর মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনার তথ্য পাওয়া যায়। আসামী আশিক ইকবালের নিকট থেকে জব্দকৃত Infinix X 6880 মডেলের মোবাইল ফোনে ব্যবহৃত এ কে এন্টারপ্রাইজ এর নামে নিবন্ধিত মোবাইল ব্যাংকিং বিকাশ এজেন্টে লেনদেনের ১ লাখ ৩১ হাজার ২৪৬ টাকা এবং অপর একটি সিম থেকে লেনদেনের ৬৭ হাজার ৯৩৬ টাকার ই-ব্যালেন্স দেখা যায়। এছাড়া ওই ফোনে ক্রোম ব্রাউজার পর্যালোচনায় দেখা যায় যে, অনলাইন জুয়া MOST BET এর Agent_API_Shine_BD নামে একটি মার্চেন্ট জুয়ার চ্যানেল চলমান রয়েছে। অনলাইন জুয়া MOST BET এর Agent_API_Shine_BD নামক অনলাইন জুয়ার চ্যানেলটি আসামীর নিকট থেকে জব্দকৃত সিম ০১৭১১-৬৬৩৯৬০ নাম্বারে ব্যবহৃত Ashik Iqbal নামে ইন্সটলকৃত টেলিগ্রাম আইডি আসামীরা জিজ্ঞাসাবাদে জানান যে, অনলাইন জুয়া MOST BET এর পরিচালিত অর্থ বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতিত অবৈধ ই-ট্রান্সজেকশন মোবাইল ব্যাংকিংয়ের কথা স্বীকার করেছেন পুলিম জানায়।
মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দুইজন সাইবার ক্রাইমকারীকে গ্রেপ্তার করে। পরে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আটকৃত স্বপন ইকবাল ও পুলিশ কনস্টেবল আশিক ইকবালের বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা দায়ের করে। আমরা সদর থানায় মামলাটি নথিভুক্ত করেছি মাত্র।’
বিষয়টি নিয়ে মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আকতার খানমের সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ‘সমগ্র বিষয়টি তদন্তাধীন। অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে আমার আনুষ্ঠানিক কোন বক্তব্য দেওয়া ঠিক হবে না।