মেহেরপুরের গাংনীতে হানিফ পরিবহনের একটি দুরপাল্লার যাত্রীবাহী বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝায় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে বড় ধরনের দুর্ঘটনায় পড়েছে।
অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পেয়েছেন বাসের যাত্রীরা। তবে এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
আজ রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে মেহেরপুর- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এসময় কুয়াশার চাদরে ঢাকা ছিল রাস্তা। এঘটনায় বাসের চালকের সহকারি মুনির হোসেন (২৫) সামান্য আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস যার নং ঢাকা মেট্রো ব ১৫-৯২৬৬ নামের একটি বাস রাস্তার উপর দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝায় একটি ট্রাক (যার নং চট্ট মেট্রো ন ১১ ৬১ ২৪) কে ধাক্কা দেই। এসময় যাত্রীবাহি বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
বাসের চালক বাবলু হোসেন জানান, ‘সকালটা কুয়াশার চাদরে ঢাকা ছিল। রাস্তা দেখা যাচ্ছিলনা। আমি গাড়ির হেডলাইট জ্বালিয়ে আস্তে আস্তে আসছিলাম। বাঁশ বোঝায় ট্রাকটি রাস্তার উপরেই দাঁড় করিয়ে চালকসহ লোকজন চলে গেছে। নিরাপত্তার জন্য সামনে ও পেছনে লাইটও জ্বালিয়ে রাখেনি ট্রাকের চালক। কুয়াশার কারনে সামনের কিছুই দেখা যাচ্ছিলনা। এক পর্যায়ে ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এসময় বাসে ৩/৪ জন যাত্রী ছিলো।
তবে, ট্রাকের চালকসহ অন্য কাউকে সেখানে পাওয়া যায়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করা হয়েছে। কিন্তু কেউ হতাহত হয়নি’।