মেহেরপুর আনসার ও ভিডিপির অস্ত্রসহ সতেজকরণ প্রশিক্ষণ ১ম ধাপের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১২ টায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩ দিন মেয়াদি অস্ত্রসহ সতেজকরণ প্রশিক্ষণ উপলক্ষে প্রশিক্ষণ শ্রেণিকক্ষের ১ম ধাপের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় কোর্সের সাথে সংশ্লিষ্ট কোর্স অ্যাডজুট্যান্ট মুজিবনগর উপজেলা আনসার কর্মকর্তা মিরাজুল ইসলাম, প্রশিক্ষণ কর্মকর্তা সিএ মোঃ আল মামুন, সদর উপজেলা প্রশিক্ষকা ফেরদৌসী বানু, সদর টিআই সাগর আহমেদসহ কোর্স সংশ্লিষ্ট বিভাগীয় প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।
জেলার তিনটি উপজেলা হতে মোট ৬৫ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন।