মেহেরপুর জেলা আ্ইনজীবী সমিতির সাবেক সহসভাপতি মরহুম এম এম রুস্তুম আলী স্মরণে জেলা ও দায়রা জজের এজলাসে ডেথ রেফারেন্ডাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা ও দায়রা জজ এস এম আব্দুস সালামের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল বিচারক মোঃ রফিকুল ইসলাম মেহেরপুর, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শিরিন নাহার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু সালেহ নাসিমের সঞ্চালনায় স্মরণ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজন, সাবেক সভাপতি এস এম ইব্রাহীম শাহীন, মিয়াজান আলী, শফিকুল আলম, আনোয়ার হোসেন, আসাদুল আযম খোকন, ইয়ারুল ইসলাম, কামরুল হাসান, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, মরহুম এম এম রুস্তম আলীর ছেলে নুরুজ্জামান বাবু প্রমুখ।
-নিজস্ব প্রতিনিধি